১৫ ঘণ্টা পরেও ট্যাংরার মেহের আলি লেনে জ্বলছে ওয়াটারপ্রুফ কাপড়ের কারখানা।

বিধ্বংসী আগুনে সব পুড়ে ছাই। ট্যাংরায় পুড়ে খাক গুদাম।এমনকি গুদামের দেওয়ালে ধরেছে ফাটল। দমকল জানিয়েছে, গুদামের দাহ্য পদার্থ মজুত ছিল। দমকলের প্রাথমিক অনুমান, গুদামের ওয়েল্ডিং কাজ চলছিল, সেখান থেকে আগুনের ফুলকি ছিটকে বিপত্তি।দমকলমন্ত্রী সুজিত বসু জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে এলে কারখানার বিপজ্জনক দেওয়াল ভেঙে ফেলা হবে। সন্ধে ৬টা ১৫ নাগাদ ওয়াটারপ্রুফ কাপড়ের কারখানায় আগুন লাগে।জানা গিয়েছে ঘটনায় কয়েক কোটি টাকার ফ্লোর ম্যাট নষ্ট হয়েছে। পাঁচিল ভেঙে পড়ার আগেই আতঙ্কে বাড়ি ছাড়তে হল বাসিন্দাদের।তবে ১৫ ঘণ্টা পরেও ট্যাংরার মেহের আলি লেনে জ্বলছে ওয়াটারপ্রুফ কাপড়ের গুদাম। এখনও কাজ করছে দমকলের ১৫টি ইঞ্জিন ও ৭টি ওয়াটার জেট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × one =