১৫ থেকে ১৮ বছর বয়সী ছাত্রীদের টিকাকরণ

১৫ থেকে ১৮ বছর বয়সী ছাত্রীদের টিকাকরণ

সোমবার ১৫ থেকে ১৮ বছর বয়সী ছাত্রীদের বারাসত গার্লস হাই স্কুলে ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া শুরু হল ।৩রা জানুয়ারি থেকেই ১৫ থেকে ১৮ বছর বয়সী ছাত্র-ছাত্রীদের ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হলো বারাসাতর স্কুলগুলিতে । বারাসাত গার্লস হাইস্কুলের মোট ২০০ জন ছাত্রীকে আজ ভ্যাকসিন দেওয়া হবে।নবম শ্রেনী থেকে দ্বাদশ শ্রেনীর মধ্যে অর্থাৎ ১৫ থেকে ১৮ বছর বয়সীদের ৭০০ বেশি ছাত্রী তালিকা তৈরি করেছে বারাসাত গার্লস হাই স্কুল ।তাদেরকে পর্যায়ক্রমে ভ্যাকসিন দেওয়া হবে । যদিও আজকের ভ্যাকসিনের প্রাধান্য দেওয়া হয়েছে এবছর মাধ্যমিক পরীক্ষা দেবেন যারা সেই সব ছাত্রীদের।সোমাবার প্রত্যেককেই কোভ্যাক্সিন দেওয়া হচ্ছে বলে জানান প্রধান শিক্ষিকা। বারাসত পৌরসভার তত্ত্বাবধানেই গোটা প্রক্রিয়াটি চলছে । ভ্যাকসিন চলাকালীন পরিদর্শনে আসেন বারাসতের পৌর প্রশাসক সুনিল মুখার্জি। তিনি জানান সোমবার বারাসতে সব জায়াগায় ২০০ টি করেই ভ্যাকসিন দেওয়া হচ্ছে।তিনি বলেন প্রথমে সন্তোষ ভট্টাচার্য মেমোরিয়াল স্কুলে ভ্যাকসিন প্রক্রিয়া চলার কথা থাকলেও জেলাশাসক বলে আরও একটি স্কুল বাড়ানো হয়েছে অর্থাৎ বারাসত গার্লস হাই স্কুল।সেইমত শুরু হয় ভ্যাকসিন প্রক্রিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × five =