১৬ জন মৎস্যজীবি সহ বাংলাদেশে গ্রেফতার ভারতীয় ট্রলার
রায়দিঘীঃ গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে বাংলাদেশের জলসীমানায় ঢুকে পড়ায় বাংলাদেশ বর্ডার গার্ডের কাছে গ্রেপ্তার ভারতীয় মৎস্যজীবিদের ট্রলার।জানাযায়, গত ৩ দিন আগে রায়দিঘী থেকে মা ত্রিপুরা সুন্দরী নামক ট্রলারটি মাছ ধরতে গভীর সমুদ্রে পাড়ি দেয়। ট্রলারে মোট ১৬ জন মৎস্যজীবি ছিলেন। মাছ ধরার সময় ট্রলারটি বাংলাদেশের জলসীমানায় ঢুকে পড়লে। বাংলাদেশ বর্ডার গার্ড ট্রলার সহ ১৬ জন মৎস্যজীবিকে গ্রেফতার করে।অন্যদিকে ভারতীয় ট্রলার বাংলাদেশে আটক হওয়ার খবর শনিবার বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয় ভারত সরকারকে এমনটাই জানায় সুন্দরবন মৎস্যজীবী সংগঠনের সম্পাদক সতীনাথ পাত্র। পাশাপাশি এই ঘটনায় ডায়মন্ড হারবার সহ মৎস্য অধিকর্তা (সামুদ্রিক) পিয়াল সর্দার জানায়, প্রশাসনিকভাবে ভারতীয় ট্রলার বাংলাদেশে আটক হয়েছে সেই খবর পাওয়া গেছে। মা ত্রিপুরা সুন্দরী নামের ট্রলারটিতে মোট ১৬ জন মৎসজীবি রয়েছে বলে জানান তিনি। বাংলাদেশে গ্রেপ্তার হওয়া ১৬ জন মৎসজীবি কুলতলী এলাকার বাসিন্দা বলেও জানা যায়।
অন্যদিকে ধৃত মৎস্যজীবীদের কে দেশে ফেরাতে তৎপর প্রশাসন।