১৮ই আগস্ট নদীয়ায় স্বাধীনতা দিবস পালন

১৮ ই আগস্ট নদীয়ায় স্বাধীনতা দিবস পালন

অনেক ঘাত প্রতিঘাতের পর ১৯৪৭ সালের ১৫ই আগস্ট স্বাধীন হয়েছিল ভারতবর্ষ। কিন্তু সেদিনের সেই স্বাধীনতার স্বাদ পায়নি নদিয়া জেলা। সেদিন নদিয়া জেলা ছিল অবিভক্ত পাকিস্তানের অঙ্গ। ১৯৪৭ সালের দেশ ভাগের পর কোন এক অজানা কারণে নদীয়া জেলা অন্তর্ভুক্ত হয় পাকিস্থানের।পরাধীনতার গ্লানি মোচনের পর আরো একবার পরাধীন হতে হয় নদীয়াবাসীকে।এরপর পশ্চিমবঙ্গ রাজ্যের তথাকথিত স্বাধীনতা সংগ্রামীদের অক্লান্ত প্রচেষ্টায় ভুল ভাঙ্গে ব্রিটিশরাজের। ১৯৪৭ সালের ১৮ই আগস্ট পাকিস্তান থেকে স্বাধীন ভারতের অন্তর্ভুক্ত হয় নদিয়া জেলা। ১৯৪৭ সালের ১৮ই আগস্টই প্রথম নদীয়া জেলায় উত্তোলিত হয় তেরঙ্গা ঝান্ডা।স্বাধীন হয় নদীয়াবাসি।নদীয়া জেলা অন্তর্ভুক্ত হয় ভারত রাষ্ট্রের। আজ অর্থাৎ বুধবার ১৮ই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন কমিটির ব্যবস্থাপনায় রানাঘাটে উত্তোলিত হলো ৭৫তম স্বাধীনতা দিবসের জাতীয় পতাকা। জাতীয় পতাকা উত্তোলন করেন প্রখ্যাত ইতিহাসবিদ ডঃ তাপস বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন রানাঘাট পৌরসভার মুখ্য প্রশাসক কোষলদেব বন্দ্যোপাধ্যায় এবং রানাঘাট পৌরসভার নির্বাহী আধিকারিক বিপুল চক্রবর্তী সহ বিশিষ্টজনেরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 + twelve =