২দিন নিখোঁজ থাকার পর বাড়ির পাশে থাকা কুঁয়ো থেকে ব্যাক্তির মৃতদেহ উদ্ধার
আজ সাতসকালে বাড়ির পাশে থাকা কুঁয়ো থেকে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ী থানার ঘৃতগ্ৰাম এলাকায় মৃত ব্যাক্তির নাম উদয় টুডু বয়স ৫৫। পরিবার সূত্রে জানা যায় সোমবার কাজে বেরিয়ে যাওয়ার পর থেকে আর বাড়ি ফেরেনি ওই ব্যাক্তি বাড়ির লোকজন খোঁজাখুঁজি করলেও কিছু জানা যায়নি আজ সকালে বাড়ির পাশে থাকা একটি কঁয়োতে ওই বাড়ির লোক জল তুলতে গেলে এক ব্যাক্তিকে ভেসে থাকতে দেখে তারপর বাড়ির লোক ও এলাকায় খবর দিলে চিহ্নিত করে ওই নিঁখোজ যাওয়া ব্যাক্তি ওটাই।কেশিয়াড়ী থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে এবং কুঁয়ো থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।আদোও আকস্মিক মৃত্যু নাকি এর পেছনে কোনো কারন রয়েছে পুরো ঘটনাটির তদন্তে নেমেছে কেশিয়াড়ী থানার পুলিশ।