ফের রেল দুর্ঘটনা, দুর্ঘটনার মুখে সবরমতী এক্সপ্রেস। ১৩০০ যাত্রী নিয়ে গভীর রাতে কানপুরের কাছে লাইনচুত্য সবরমতী এক্সপ্রেস। গভীর রাতে লাইনচ্যুত হল সবরমতী এক্সপ্রেস ট্রেন। ট্রেনের অন্তত ২০টি কামরা বেলাইন হয়ে গিয়েছে বলে সূত্রের খবর। লাইনের উপর থাকা বোল্ডারে ধাক্কা খেয়ে ঘটে এই দুর্ঘটনা। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনাগ্রস্ত ট্রেন থেকে যাত্রীদের সরিয়ে কানপুর স্টেশনে পৌঁছনো হয়েছে। তার জন্য বাসের বন্দোবস্ত করেছে রেল। কানপুর থেকে অন্য ট্রেনের মাধ্যমে গন্তব্যে পৌঁছে দেওয়া হবে যাত্রীদের এমনই জানা যাচ্ছে রেল সূত্রে।

উত্তরপ্রদেশের কানপুর স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটেছে গতকাল রাতে। জানা গিয়েছে ঝাঁসির দিকে যাওয়ার সময় ট্রেনটি আচমকা বোল্ডারে ধাক্কা খেয়ে বেলাইন হয়ে পড়ে। ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন চালক। দুর্ঘটনার ফলে সংশ্লিষ্ট লাইনে ব্যাহত ট্রেন চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five + 11 =