২০১০ সালের পর তৈরি হওয়া সমস্ত OBC তালিকা বাতিল। বাতিল হতে চলেছে প্রায় ৫ লক্ষ OBC সার্টিফিকেট। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, ২০১০ সালের পর থেকে যাদের ওবিসি তালিকাভুক্ত বলে ঘোষণা করা হয়েছিল তারা আর কেউই ওবিসি বলে পরিগণিত হবে না এবং ২০১০ সালের পর থেকে যে সার্টিফিকেট দেওয়া হয়েছিল সেগুলি আর আজ থেকে বৈধ বলে ঘোষিত হবে না। তবে এই রাজ্যে ওবিসি শ্রেণি ভুক্ত থাকবে না এমনটা নয়। ২০১০ সালের আগে যারা সার্টিফিকেট নিয়েছিল তারা ওবিসি তালিকাভুক্তই থাকবেন। তবে নির্দেশে স্পষ্ট করে জানানো হয়েছে, ২০১০ সালের আগে বা পরে এই ওবিসি তালিকাভুক্ত যারা চাকরি পেয়েছেন বা কোন নিয়োগ প্রক্রিয়ার মধ্যে রয়েছে তাদের চাকরি বৈধ। এতে এই নির্দেশের কোন প্রভাব পড়বে না ।তারা চাকরিতে বহাল থাকবেন।