২০২১ এর অর্থনৈতিক বাজেট পেশ
লোকসভা ভবন থেকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন করোনাকালীন পরিস্থিতিতে ২০২১ এর অর্থনৈতিক বাজেট পেশ করলেন। এই বাজেট উল্লেখিত ছিল ২০২১ এ অর্থনৈতিক ক্ষেত্রে নতুন কী কী নিয়ম আসতে চলেছে পাশাপাশি নতুন বাজেট কী কী সুযোগ সুবিধা ভারতবাসী পাবে তাও জানালেন তিনি টিকার জন্য ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে , এক লক্ষ পঁচিশ হাজার কোটি টাকা রেল এর জন্য বরাদ্দ মূলধন রেলের খাতে ব্যয় হবে ,পশ্চিমবঙ্গে তৈরি হবে ৬৭৫ কিমি রাজ্য সড়ক , পাশাপাশি ৭৫ বছরের বেশি বয়সীদের ব্যাংকের সুদের উপর কর ছাড় ,এবং আদিবাসী এলাকা তে ৭৫৮ টি নতুন বিদ্যালয় তৈরি করা সহ আরো বেশ কিছু নতুন কর্মসূচির কথা জানিয়েছেন।