২১বছর আগের খুনের দ্রুত বিচারের দাবিতে বনগাঁ কোর্ট চপ্তরে বিক্ষোভ দেখালো তৃণমূল কর্মীরা।

২১বছর আগের খুনের দ্রুত বিচারের দাবিতে বনগাঁ কোর্ট চপ্তরে বিক্ষোভ দেখালো তৃণমূল কর্মীরা।

২১ বছর আগে উত্তর ২৪পরগনা জেলার বনগাঁ পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা সূর্য শঙ্কর রায় চৌধুরী খুন হয়। সেই খুনের বিচার এখনো শুরু হয়নি, খুনিদের উপযুক্ত শাস্তি এবং দ্রুত বিচার ব্যবস্থা চালু করার দাবিতে আজ বনগাঁ কোর্ট চত্বরে বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মীরা। বিক্ষোভ হাজির ছিলেন মৃতের পরিবারের লোকজন। বিক্ষোভ কারীদের অভিযোগ তৃণমূলের যুব নেতা 1999 সালের 4 ঠা নভেম্বর সূর্য শংকর রায় চৌধুরী খুন হয়। সেই সময় এফ আই আরে নাম থাকা বেশ কয়েক জন গ্রেপ্তার হয়। বর্তমানে প্রভাব খাটিয়ে জামিনে আছেন তারা। জেলের বাইরে আছেন। আজ বনগাঁ তিন নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি মিছিল বের করা হয়। তৃণমূলের যুবনেতা সূর্য শঙ্কর রায়চৌধুরী খুনীদের শাস্তির প্রতিবাদে ৷ দীর্ঘ ২১বছর আগে সূর্য শঙ্কর রায়চৌধুরী খুন হয়েছিলেন। আদালত ভবনের সামনে বিচারকের দৃষ্টি আকর্ষণ করার জন্য ৷ দাবি করেন যে দীর্ঘ ২১ বছর ধরে এই কেসের কোন সুরাহা হয়নি ৷ তারা এদিন মিছিলে বলেন এই খুনের মূল অভিযুক্ত দেবদাস মন্ডলের শাস্তি দাবি করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two − 1 =