২১শে জুলাই উপলক্ষ‍্যে দেওয়াল লিখন হালিশহরে।

আসন্ন ২১শে জুলাই। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে তৃণমূল মহলে।২১শে জুলাই নিয়ে উচ্ছ্বসিত তৃণমূল কর্মী সমর্থকেরা। উচ্ছ্বাস দেখা গেল হালিশহর তৃণমূল নেতৃত্ব ও কর্মী সমর্থকদের মধ্যে। দেওয়াল লিখন শুরু হালিশহরে। হালিশহর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রবীর সরকার ২১শে জুলাই উপলক্ষ‍্যে লিখলেন দেওয়াল। এদিন তৃণমূলের কর্মী সমর্থকদের নিয়ে হালিশহর ২ নম্বর ওয়ার্ডে দেওয়াল লিখলেন প্রবীর সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × 2 =