২১ টা লেবু,২১ টা লঙ্কা ,গোবর জল,গঙ্গা জল দিয়ে সিঙ্গুরে বিজেপি ধর্না কর্মসূচির মঞ্চ স্থান শুদ্ধ করলো তৃণমূল।
বিজেপি কিষান মোর্চার ডাকে তিনদিনব্যাপী চলে বিজেপির কর্মসূচি ।আর এই কর্মসূচি শেষ হতেই পথে নামল তৃণমূল।এদিন মন্ত্রী বেচারাম মান্না এবং বিধায়ক করবী মান্নার নেতৃত্বে এই শুদ্ধিকরণ কর্মসূচি করা হয়।গ্রামের চাষী বাড়ির মহিলারা ঝাঁটা নিয়ে আসেন মঞ্চ স্থানে।খোল করতাল সহযোগে হরিনাম সংকীর্তন হয়। এর পর গোবর জল ছিটিয়ে ঝাঁট দেন গ্রামের মহিলারা।এর পর গঙ্গা জল ছিটিয়ে গ্রামের মহিলারা উলু ধ্বনি দিয়ে এলকা শুদ্ধিকরণ করে।
