২২ দিন নিখোঁজ থাকার পর পানিহাটির যুবকের গলাকাটা মৃতদেহ উদ্ধার হল।

২২ দিন নিখোঁজ থাকার পর পানিহাটির যুবকের গলাকাটা মৃতদেহ উদ্ধার হল।যুবকের মৃতদেহ শনাক্ত করল পরিবার।ঘটনাকে ঘিরে চাঞ্চল্য পানিহাটি সুভাষচন্দ্র রোড এলাকায়।

গত ২২ দিন ধরে নিখোঁজ ছিলেন পানিহাটি সুভাষচন্দ্র রোড এলাকার বাসিন্দা শুভজিৎ বোস।বাড়ির সদস‍্যদের অভিযোগ ছিল, শ্বশুরবাড়ির লোকজন তাকে আটকে রেখে তার ওপর অত্যাচার করছে।খড়দহ থানায় অভিযোগ করা সত্ত্বেও কোনোরকম কোনো সাহায্য পরিবারের লোকজন পাননি এমনটাই অভিযোগ তার পরিবারের লোকজনের।শনিবার অর্থাৎ গতকাল শ্রীরামপুর থানার অন্তর্গত একটি পানশালার পেছনের জলাশয় থেকে গলা কাটা অবস্থায় শুভজিৎ এর মৃতদেহ উদ্ধার হয়।তারপরে শুভজিতের বাড়িতে খড়দহ থানা থেকে খবর দেওয়া হলে পরিবারের সদস‍্যরা গিয়ে মৃতদেহ শনাক্ত করেন।প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দোষীদের ফাঁসির দাবি জানিয়েছেন শুভজিতের মা। ঘটনাকে কেন্দ্র করে পানিহাটি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড নেতাজি সুভাষচন্দ্র রোড এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four + fourteen =