২৩ টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিল পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে মালদা জেলা পুলিশের উদ্যোগে রতুয়ার পুখুরিয়া থানায় ‘ফিরে পাওয়া’ কর্মসূচির আয়োজন করা হয়।২৮জুলাইমালদহের রতুয়া এলাকায় বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ২৩ টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিল পুলিশ। দীর্ঘদিন পর হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা।সেখানে চাঁচলের এসডিপিও শুভেন্দু মন্ডল প্রকৃত মালিকদের হাতে মোবাইল তুলে দেন।চাঁচল মহকুমা পুলিশ আধিকারিক ছাড়াও সেই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুখুরিয়া থানার ওসি গৌতম চৌধুরী সহ অন্যান্য পুলিশ কর্মীরা।