২৪ ঘন্টা পেরিয়ে গেলেও জালালখালি রেলস্টেশনে স্থানীয়দের অবরোধ অব্যাহত।
মঙ্গলবার থেকে শুরু করে বুধবার সকাল সাতটা পর্যন্ত জালালখালি স্টেশনে অবরোধ অব্যাহত রেখেছেন এলাকার মানুষ। তাদের দাবি, জালালখালি স্টেশনে সমস্ত ট্রেন দাঁড় করাতে হবে না হলে তাদের আন্দোলন চলবে। মঙ্গলবার থেকে লালগোলা ভাগীরথী ও মুর্শিদাবাদগামী ট্রেনগুলিকে শান্তিপুর দিয়ে ঘুরিয়ে কৃষ্ণনগর হয়ে চালানো হয়েছে। অপরদিকে কৃষ্ণনগর লোকালকে বাদকুল্লা পর্যন্ত ট্রেন চলাচল করানো হয়েছে। তবে এতে বিস্তর সময় এবং সমস্যা হয়েছে কৃষ্ণনগরের যাত্রীদের। অভিনব কায়দায় রেললাইনের উপর তাঁবু খাটিয়ে আন্দোলনকারীরা সারারাত বসে ছিলেন।এখনো পর্যন্ত সেইভাবেই রেল অবরোধ করে চলেছেন।এখন দেখার রেল কর্তৃপক্ষ কি ব্যবস্থা নেয়।