মালদা জেলার ইংরেজবাজার ব্লকের কোতুয়ালি নেতাজি ক্লাব মাঠে প্রশাসনের উদ্যোগে পালিত হলো ২৬তম ইংরেজবাজার জোনাল শিশু ক্রীড়া উৎসব। পাঁচটি সার্কেলের ২৭১ টি স্কুলের ৩৪১ জন বালক বালিকাদের নিয়ে ৩৪টি ইভেন্টে ২৬ তম ইংরেজবাজার জোনাল শিশু ক্রীড়া উৎসব পালিত হয়। মশাল ধরিয়ে শোভাযাত্রার মধ্য দিয়ে এবং উৎসব কমিটির পতাকা উত্তোলন করে উৎসবের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক, ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি ও ইংরেজবাজার জোনাল শিশু উৎসব কমিটির সম্পাদক সহ অন্যান্য অতিথিরা।