২ নভেম্বর রাজ্যের ৪ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ফলাফল,চলছে চূড়ান্ত প্রস্তুতি।

২ নভেম্বর রাজ্যের ৪ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ফলাফল,চলছে চূড়ান্ত প্রস্তুতি।

 

২ রা নভেম্বর ৪ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ফলাফল প্রকাশ।১০৯ খড়দা বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হবে নিউ ব্যারাকপুরে পিসি কলেজের। ইতিমধ্যে নিউ ব্যারাকপুর এপিসি কলেজ নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। স্ট্রংরুমের পাহারায় রয়েছে কেন্দ্র বাহিনী জওয়ানরা।এই বিধানসভা কেন্দ্রের ২৩৬ টি বুথে ভোট হওয়ার পরে ইভিএমগুলি নিয়ে এসে এপিসি কলেজ স্ট্রংরুমের তালা বন্দি করে রাখা হয়।আর শনিবার থেকে স্ট্রংরুমের পাহারায় রয়েছে কেন্দ্র বাহিনীর জওয়ানরা। উল্লেখ্য গত বিধানসভা নির্বাচনে খড়দা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাজল সিনহা করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হন।তাই নির্বাচন কমিশনের নিয়ম বিধি অনুযায়ী এই কেন্দ্রে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত শনিবার। বিধানসভার ফল ঘোষণা হওয়ার পরে দেখা যায় কাজল সিনহা ২৮ হাজার ভোটে জয়লাভ করেছিলেন।কিন্তু তার অকাল প্রয়াণের কারণে এই বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শাসক বিজেপির রাজনৈতিক তরজা ভোটের দিন স্পষ্ট হয়ে ওঠে।অপরদিকে ভুয়ো ভোটার পাকড়াওকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে খড়দহ বিধানসভার বন্দিপুর এলাকা। বিজেপি প্রার্থী জয় সাহা অভিযোগ এনেছিলেন, তৃণমূল বহিরাগতদের ভোটারদের ভোটার কার্ড তৈরি করে ভোট কেন্দ্রে ভোট দেওয়ার সুযোগ করে দিয়েছে। আর এই নিয়ে রাজনৈতিক শোরগোল পড়ে যায় জেলাজুড়ে। এখন দেখার বিষয় খড়দহ বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের দখলে থাকে নাকি এবার হাল ধরবে বিজেপি।তা পুরোপুরি স্পষ্ট হবে মঙ্গলবার দুপুরের পরেই। এই মুহূর্তে তার চূড়ান্ত প্রস্তুতি তুঙ্গে খড়দহ বিধানসভা কেন্দ্রের ভোট গণনা কেন্দ্রে অর্থাৎ নিউ ব্যারাকপুরের এপিসি কলেজে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two + 16 =