৩০ জন চিকিৎসকের বৈঠকের অনুমতি দিলো নবান্ন।

RG কর কাণ্ডে ডাক্তার দাঁড় দাবি মানলো মুখ্যসচিব ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম দিকে জুনিয়র ডাক্তার দেড় কথা মানতে নারাজ সিল কিন্তু পরবর্তী সময় মানা হয়। ডাক্তার দেড় দাবি অনুযায় নবান্নে ডাক্তাররা তখনি প্রবাস করবে যখন তাদের ৫দফা মানা হবে

শর্ত ১: ‘নবান্নের বৈঠকে অন্তত ৩০ জন প্রতিনিধিকে যেতে দিতে হবে’

শর্ত ২: ‘পুরো বৈঠকের সরাসরি সম্প্রচার করতে হবে’

শর্ত ৩: ‘শুধু ৫ দফা দাবি নিয়েই আলোচনা করতে হবে’

শর্ত ৪: ‘পুরো বৈঠক করতে হবে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ‘

যতক্ষণ না লাইভ স্ট্রিমিং-এর ব্যবস্থা নেওয়া হয়, ততক্ষণ পর্যন্ত জুনিয়র ডাক্তাররা নবান্ন সভাঘরের বাইরে অপেক্ষা করবেন। সন্ধ্যা ৫.২৩ মিনিটে নবান্ন সভাঘরের সামনে প্রবেশ করলেও জুনিয়র ডাক্তাররা এখনও পর্যন্ত প্রবেশ করেননি। লাইভ স্ট্রিমিংমানতে নারাজ রাজ্যসরকার। প্রথম দিকে ৩০ জন কে নবান্নে ঢুকতে দেবেন না বললেন পরবর্তী তে মানেন। প্রথমে নবান্নে ১৫ জন এর বেশি অনুমতি দাবনা পরে মানেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের সঙ্গে দেখা করবেন বলে জানানো হয়েছিল। স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের ১৫ জন প্রতিনিধিকে বৃহস্পতিবার বিকেলে বৈঠকে ডেকেছিল রাজ্যের মুখ্যসচিব।পরবর্তী কালে স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের ১৫ জন প্রতিনিধিকে বৃহস্পতিবার বিকেলে বৈঠকে ডেকেছিল রাজ্যের মুখ্যসচিব

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 + seventeen =