৪৬ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হচ্ছে ৩০ শে জানুয়ারি। এমনটাই জানালো বুকস এন্ড পাবলিশার্স গিল্ড। গিল্ডের কর্তারা আজ বইমেলা পরিদর্শন করতে আসেন আজ। আগে এই মেলা প্রাঙ্গণের নাম ছিল সেন্ট্রাল পার্ক মেলা প্রাঙ্গণ। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর নির্দেশে মেলা প্রাঙ্গণের নাম পরিবর্তন হয়ে হয়েছে বইমেলা প্রাঙ্গণ। ৪৬ তম আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন হবে ৩০ শে জানুয়ারি বেলা দুটোর সময়। উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী স্বয়ং। মেলা চলবে ১২ই ফেব্রুয়ারি পর্যন্ত। সূত্র মারফত জানা যায় , এবারের থিম কান্ট্রি স্পেন। গতবারের স্টল সংখ্যা ছিল ৫৭০। এবারের সংখ্যা বাড়িয়ে ৯০০ এর কাছাকাছি নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে গিল্ডের।