৩৩ টি তাজা বোমা নিষ্ক্রিয় করল পুলিশ ও বোম স্কোয়াড।
বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করল পুলিশ ও বোম স্কোয়াড। বৃহস্পতিবার চাপড়া থানার সীমানগর এলাকার একটি ফরেস্টের ফাঁকা জায়গায় ৩৩ টি বোমা নিষ্ক্রিয় করল বোম স্কোয়াডের কর্মীরা। যদিও ওই বোমা-গুলি নিষ্ক্রিয়করণ করার সময় পুলিশি নিরাপত্তায় মুড়ে রাখা হয় গোটা এলাকা। উল্লেখ্য রামপুরহাটের বগটুই গ্রামে আগুনে পুড়িয়ে গণ হত্যার ঘটনার পর থেকেই রাজ্যের প্রত্যেকটি জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের অস্ত্র উদ্ধারের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর থেকেই তৎপর হয় প্রত্যেকটি জেলার থানা গুলি, পুলিশ আধিকারিকরা প্রত্যেকটি থানা এলাকা থেকে প্রতিদিনই অভিযান চালিয়ে একের পর এক উদ্ধার করে আগ্নেয়াস্ত্র কার্তুজ সহ বোমা। সে মতোই বেশ কয়েকদিন ধরে নদীয়ার চাপড়া থানার পুলিশের তৎপরতায় চাপরা ব্লক এর বিভিন্ন এলাকা থেকে উদ্যান হয় আগ্নেয়াস্ত্রসহ বোমা। বৃহস্পতিবার উদ্ধার হওয়া বোমা গুলির মধ্যে ৩৩ টি তাজা বোমা নিষ্ক্রিয় করার উদ্যোগ নেয় চাপড়া থানার পুলিশ। যদিও বোমা গুলি নিষ্ক্রিয় করে বোম স্কোয়াডের কর্মীরা।