৩৬ বছর ধরে সংশোধনাগারে কেটেছে জীবন। অবশেষে পেলেন মুক্তি পেলেন রসিক, তাঁর বয়স ১০৪। সর্বোচ্চ আদালতের রায়ে পেয়েছেন মুক্তি। খুনের অভিযোগে বিগত ৩৬ বছর ধরে সংশোধনাগারে বন্দী ছিলেন ১০৪ বছরের বৃদ্ধ রসিক চন্দ্র মন্ডল। বারবার হাইকোর্টে জামিনের আবেদন জানালেও নামঞ্জুর করেছে। শেষমেষ সর্বোচ্চ আদালতের নির্দেশে মুক্তি পেলেন বৃদ্ধ রসিক বাবু।
এই খবরে বেজায় খুশির হাওয়া রসিক বাবুর পরিবারে। ২৯ তারিখ নভেম্বর সুপ্রিম কোর্ট ১০৪ বছরের বৃদ্ধ রশিক চন্দ্র মন্ডলের জামিন মঞ্জুর করেন। মঙ্গলবার জামিনের কাগজ মালদা জেলা সংশোধনাগারের পৌঁছায়। এরপর মুক্তি দেওয়া হয় রসিকবাবুকে।