সুপ্রিমকোর্টে পিছিয়ে গেলো প্রায় ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি, ৩ সপ্তাহ পর ফের মামলা উঠবে সুপ্রিম কোর্টে। নিয়োগ দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে, ২০১৬ সালে SSC-র ২৫ হাজার ৭৫৩ জনের প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হয়। এরপরই আজ সুপ্রিমকোর্টে শুনানি হয় চাকরি বাতিল মামলার। আর সেখানেই জানানো হয় সুপ্রিমকোর্টে ৩ সপ্তাহ পিছিয়ে গেলো চাকরিপ্রার্থীদের শুনানি।
২০১৬ সালের SSC-র সমস্ত নিয়োগ অবৈধ বলে জানিয়ে, এপ্রিল মাসে ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। যার মধ্য়ে অযোগ্য়দের পাশাপাশি ছিলেন যোগ্য়রাও। পরে সুপ্রিম কোর্ট জানায়, আপাতত কারও চাকরি বাতিল হবে না। কিন্তু, এই ২৫ হাজার ৭৫৩ জনের ভবিষ্য়ৎ কী ? এই নিয়েই আজ সুপ্রিমকোর্টে ছিল শুনানি। শুনানিতে বলা হয় ৩ সপ্তাহ পিছোলো চাকরিপ্রার্থীদের শুনানি। ৩ সপ্তাহ পর ফের মামলা উঠবে সুপ্রিম কোর্টে।