৪৫ মিনিটে ২০২২ ডুব দিয়ে অভিনব বর্ষবরন বিষ্ণুপুরের সদানন্দের।

৪৫ মিনিটে ২০২২ ডুব দিয়ে অভিনব বর্ষবরন বিষ্ণুপুরের সদানন্দের।

নতুন বছর কে অভিনব ভাবে স্বাগত জানালেন বাঁকুড়ার বিষ্ণুপুরের যুবক সদানন্দ দত্ত। বিষ্ণুপুরের ইতিহাস প্রসিদ্ধ লালবাঁধের জলে ৪৫ মিনিটে ২০২২ টি ডুব দিয়ে নতুন বছর কে স্বাগত জানালেন তিনি। হালকা শীত সঙ্গে হিমেল হাওয়া আর লালবাঁধের হাড় হিম করা শীতল জলে ডুব দিয়ে অভিনব ভাবে নতুন বছর বরন করে নিলেন সদানন্দ দত্ত। আর এই দৃশ্য পরোতে পরোতে উপভোগ করলেন বিষ্ণুপুর ও বিষ্ণুপুরে ঘুরতে আসা পর্যটকরা। প্রতি বছর এই চমক থাকে সদানন্দের এই বছর তা ব্যাতিক্রম হয়নি। এইভাবেই নতুন বছর কে বরন করে এগিয়ে যেতে চায় নিজের রেকর্ড ডুবের স্বপ্ন নিয়ে।।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × 3 =