৫০টি বিলুপ্তপ্রায় কচ্ছপ উদ্ধার করল বেলঘড়িয়া থানার পুলিশ।

৫০টি বিলুপ্তপ্রায় কচ্ছপ উদ্ধার করল বেলঘড়িয়া থানার পুলিশ।

বুধবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের ওপরে ময়লাখানা থেকে ৫০টি বিলুপ্তপ্রায় কচ্ছপ উদ্ধার করে বেলঘড়িয়া থানার পুলিশ। সেই সাথেই দুইজন যুবককেও গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, দুই জনই নিউ ব্যারাকপুর থানা এলাকার বাসিন্দা। ধৃতদের নাম সৌরভ মুন্সি ও সন্দীপন বিশ্বাস। সূত্রের খবর, এদিন ধৃত দুই ব্যক্তি বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে দিয়ে বিলুপ্তপ্রায় কচ্ছপ গুলি অন্যত্র পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল গোপন সূত্রে খবর পেয়ে তাদের আটকে জিজ্ঞাসাবাদ করতেই তারা কচ্ছপ নিয়ে যাওয়ার কথা স্বীকার করে। এরপরে তাদের থেকে ৫০টি কচ্ছপ উদ্ধার করে পুলিশ এবং ওই দুই জনকে গ্রেফতার করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 1 =