উত্তরবঙ্গের ঐতিয্যবাহী মনসা পুজোগুলির মধ্যে অন্যতম জলপাইগুড়ি রাজবাড়ীর মনসা দেবীর পুজো। এই বছর এই ঐতিহ্যবাহী মনসা পুজো ৫১৩ বছরে পদার্পণ করল।পুজোকে কেন্দ্র করে প্রতিবছর বসে মেলা।আগে বলির প্রথা চালু থাকলেও বর্তমানে সেই প্রথা বন্ধ আছে।পাচদিন ব্যাপী চলবে মেলা ও মনসামঙ্গল গান।উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রচুর মানুষ পুজো ও মেলা দেখতে ভিড় করে এখানে।রকমারী দোকানের সম্ভারে জমজমাট মেলা।রাজপুরোহিত শিবু ঘোষাল বলেন,এই পুজোর বিশেষত্ব হল শ্রাবণ সংক্রান্তিতে মনসা পুজো হয়। প্রতিবছর রাজ পরিবারের লোক মাকে বরণ করে।এবছর রাজ পরিবারের নববধূ মনসা দেবীকে বরণ করেছেন তার পর পুজো আরম্ভ হয়েছে।এখানে মনসা দেবীর অস্ট মূর্তির পুজো হয়।মা মনসা দেবীর সাথে আছেন জরৎকার মুনি,বেহুলা লখিন্দর, নেতি ও অস্ট নাগ।