ফের মানবিক রূপ বারাকপুর কমিশনারেটের পুলিশের।
ফের বারাকপুর পুলিশ কমিশনারেটের বিজপুর থানার পুলিশ উদ্ধার করলো সীতাদেবী প্রসাদ নামে এক বৃদ্ধাকে।ভোর ৩টে থেকে প্রায় ৫ ঘন্টা জলে পড়ে থাকলেও কারো নজরে আসেননি সেই বৃদ্ধা।অবশেষে বিজপুর থানার টহলরত পুলিশ পুকুরের জলে বৃদ্ধাকে দাঁড়িয়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে বিজপুর থানায় নিয়ে এসে সেবা শুশ্রুষা করে। ৫ ঘন্টা জলে থাকায় স্বাভাবিকভাবে কথা বলতে পারছিলেন না তিনি।পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে ওই বৃদ্ধা বাড়ি থেকে কাঁকিনাড়া বাজারে যান কিন্তু তারপর সেখান থেকেই তিনি নিখোঁজ।বৃদ্ধার ছেলে গণেশ প্রসাদ জানান, অনেক খোঁজাখুঁজির পরও মাকে খুঁজে না পাওয়ায় ভাটপাড়া থানায় লিখিত ডায়রি করেন।পুলিশ সূত্রে খবর,ভোর রাতে বিজপুর থানার পুলিশ ওই বৃদ্ধাকে চৈতন্য ঘাট বকুল তলার এক পুকুর থেকে উদ্ধার করে। এরপর সকালে তার ছেলেকে খবর দেওয়া হয়।বৃদ্ধার ছেলে জানান,সুস্থ অবস্থায় মা কে পেয়ে খুবই খুশি তিনি এবং বিজপুর থানাকে অসংখ্য ধন্যবাদও জানান।বৃদ্ধাকে ছেলের হাতে তুলে দিতে পেরে আপ্লুত বিজপুর থানার পুলিশ। ভবিষ্যতে আবারো যদি কোনো মানুষ বিপদে পড়েন সর্বদাই তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন বলেই জানিয়েছেন বিজপুর থানার পুলিশ