৫ বছর পর আবারও দেশে ফিরল বার্ড ফ্লু আতঙ্ক।পশ্চিমবঙ্গেই ৪ বছরের এক শিশু বার্ড ফ্লু-তে আক্রান্ত হল।অস্ট্রেলিয়া থেকে কলকাতায় ফেরত আরও এক শিশুর শরীরে বার্ড ফ্লু-র হদিশ মিলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টেও এর উল্লেখ উঠে এসেছে।গত ২২ মে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে এই সংক্রান্ত রিপোর্ট দেওয়া হয়।সর্দি, কাশি এবং পেট ব্যথা নিয়ে গত ২৬ জানুয়ারি ওই শিশুকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়।প্রবল শ্বাসকষ্ট শুরু হলে ১ ফেব্রুয়ারি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ওই শিশুকে। ২৮ ফেব্রুয়ারি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরে যায় শিশুটি।কিন্তু ফের শ্বাসকষ্ট শুরু হলে, ৩ মার্চ সরকারি হাসপাতালের ICU-তে ভর্তি করা হয় শিশুটিকে।হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন গত ২৬ এপ্রিল পুণের ন্য়াশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে শিশুটির সংক্রমণের নমুনা পাঠানো হয়,তাতেই বার্ড ফ্লু হয়েছে বলে ধরা পড়ে। এর পর রাজ্য সরকারের তরফে একটি অনুসন্ধানকারী দল গঠন করা হয়। ওই কমিটি যে রিপোর্ট দেয়, সেই অনুযায়ী, স্থানীয় একটি পোলট্রির সংস্পর্শে এসে শিশুটি বার্ড ফ্লু-তে আক্রান্ত হয় বলে উঠে আসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

6 − 2 =