৫ মিনিটে মুমূর্ষু রোগীর বাড়িতে ব্লাড কার্ড পৌঁছে দিলেন বীজপুরের যুবনেতা কমল অধিকারী।
দীর্ঘদিন ধরে কাঁচরাপাড়ার মিলন নগরের এক বাসিন্দা ব্লাড কার্ড এর অভাবে রক্ত সংকটে ভুগছিলেন।সমস্ত হাসপাতাল ঘুরেও তিনি রক্তের যোগান করতে পারছিলেন না। হন্যে হয়ে ঘুরে অবশেষে দ্বারস্থ হলেন বিজপুর এর যুবনেতা কমল অধিকারীর কাছে। গতকাল অর্থাৎ বুধবার সন্ধ্যায় কমল অধিকারীকে মেসেজ করেন ওই মিলন নগরের বাসিন্দা। তার সমস্যার কথা জানান। এরপরেই কেল্লাফতে। মেসেজ পাওয়া মাত্রই কমল অধিকারী ৫ মিনিটের মধ্যেই ব্লাড কার্ড পৌঁছে দিলেন ওই মুমূর্ষু রোগীর বাড়িতে। তৃণমূলের কর্মীদের হাত দিয়ে মুমূর্ষু রোগীর বাড়িতে পৌঁছে গেল ব্লাড কার্ড।ব্লাড কার্ড হাতে পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন মিলন নগরের বাসিন্দা।বীজপুরের যুবনেতা কমল অধিকারীকে কঠিন সময়ে পাশে পেয়ে আপ্লুত তিনি।
