৫ রাজ‍্যে কবে কখন ভোট?

৫ রাজ‍্যে কবে কখন ভোট?

ওমিক্রনের আতঙ্কের মাঝেই চলতি বছরেই দেশের পাঁচ রাজ্যে ভোট অনুষ্ঠিত হতে চলেছে।৫ রাজ্যের ভোট হবে ৭ দফায়।সাংবাদিক বৈঠকে এইকথা ঘোষণা করেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র।১০ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশে প্রথম দফার ভোট হবে।ভোট হবে সাত দফায়।নির্বাচন শুরু হচ্ছে ১০ ফেব্রুয়ারি থেকে।চলবে ৭ মার্চ পর্যন্ত।পাঞ্জাব, উত্তরাখণ্ড ও গোয়ায় ভোট হবে ১৪ ফেব্রুয়ারি, মণিপুরে ভোট ২৭ ফেব্রুয়ারি ও ৩ মার্চ।ভোট গণনা হবে ১০ মার্চ।কমিশনের তরফে ভোট প্রচারে বিশেষ বিধি ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে, ভার্চুয়ালি প্রচার করতে হবে।করোনা আবহের কথা মাথায় রেখে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত কোনও সমাবেশ বা রোড শো করা যাবে না।এবার ভোটে মোট ১৮.৩৪ কোটি ভোটার অংশগ্রহণ করবে। যার মধ্যে ৮.৫৫ কোটি মহিলা ভোটার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × four =