৭৪১ ফেনসিডিল বোতল বাংলাদেশে পাচারের ছক

কাপড়ের পুটলি বেঁধে বাংলাদেশে ফেন্সিডিল পাচার করার অভিযোগে এক পাচারকারীকে আটক করল বিএসএফ।
উদ্ধার ৭৪১ টি ফেন্সিডিল বোতল। যার বাজারমূল্য প্রায় ১ লক্ষ ৪০ হাজার টাকা।
বৃহস্পতিবার ভোররাতে কাপড়ের পুটলিতে করে নিষিদ্ধ কফ সিরাপ ফেনসিডিল বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল কয়েকজন পাচারকারী।
বিএসএফের ৭০নং ব্যাটালিয়নের জওয়ানরা পাচারকারীকে দেখতে পেয়ে ধাওয়া করলে বেশ কয়েকজন পাচারকারী আমবাগানের সুযোগ নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই ঘটনায় বিএসএফ এর হাতে ধরা পড়ে এক পাচারকারী। তার কাছ থেকে উদ্ধার হয় ৪৭৩ বোতল ফেন্সিডিল। অন্যদিকে অভিযান চালিয়ে এক জায়গায় ৯৫ বোতল আরেক জায়গায় ১৭৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ধৃত পাচারকারীর নাম তাহিদুল শেখ (৩০)। বাড়ি মালদা জেলার কালিয়াচক থানার মহদিপুর এলাকায়।
কালিয়াচক থানার নওদা এলাকা দিয়ে বাংলাদেশে ফেন্সিডিল পাচার করার চেষ্টা করছিল পাচারকারীরা, বলে অভিযোগ। জিজ্ঞাসাবাদে ধৃত পাচারকারী বিএসএফের কাছে স্বীকার করেছে ফেন্সিডিল বাংলাদেশে পাচার করার জন্য সীমান্ত এলাকায় গিয়েছিল সে। তাকে জিজ্ঞাসাবাদ করে ভারত ও বাংলাদেশের কয়েকজন মাদক কারবারির নাম জানতে পেরেছে বিএসএফের গোয়েন্দা দপ্তর।
তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে বিএসএফ ও পুলিশ।
এদিকে, উদ্ধার হওয়া ফেন্সিডিল এবং ধৃত পাচারকারীকে কালিয়াচক থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। বৃহস্পতিবার ধৃত পাচারকারীকে আদালতে পেশ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × 3 =