৭৫ তম স্বাধীনতা দিবসের উদযাপনে জেআইএস(JIS) গ্রুপ,৫০০ ফুট বিশাল জাতীয় পতাকা প্রদর্শন।

৭৫ তম স্বাধীনতা দিবসের উদযাপনে জেআইএস(JIS) গ্রুপ,৫০০ ফুট বিশাল জাতীয় পতাকা প্রদর্শন।

৭৫ তম স্বাধীনতা দিবসের উদযাপনে জেআইএস(JIS) গ্রুপ এর বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৩০০ জন মহিলা ৫০০ ফুট বিশাল জাতীয় পতাকা প্রদর্শনে সামিল ছাত্র-ছাত্রীর সহ কলেজ কর্তৃপক্ষ।ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করার জন্য স্বাধীনতা সংগ্রামীদের অমর অবদানকে পুনরুজ্জীবিত করাই ছিল অনুষ্ঠানের লক্ষ্য। যেসব বীর সংগ্রামীদের বর্তমানে মানুষ ভুলে যেতে বসেছে, যাঁরা দেশ স্বাধীন করায় প্রাণ উৎসর্গ করেছেন তাঁদের অবদান স্মরণে জেআইএস গ্রুপের এক ছোট্ট প্রয়াস অনুষ্ঠানটি।জেআইএস গ্রুপের ডিরেক্টর সর্দার সীমরপ্রীত সিং জানিয়েছেন, “স্বাধীনতা দিবসের গুরুত্ব জানা তরুণ প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমগ্র ভারত জুড়ে স্বাধীনতা সংগ্রামীদের সংগ্রাম তরুণ প্রজন্মকে বারবার মনে করিয়ে ইতিহাস বাঁচিয়ে রাখা আমাদের কর্তব্য। আশা করি আমাদের এই প্রচেষ্টা আমরা যথাসম্ভব সাফল্য লাভ করবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 + 1 =