দুর্গাপূজা শেষ।তবে মুখ্যমন্ত্রী দূর্গা পূজা কার্নিভালের কথা ঘোষণা করেছেন। আগামী ৮ অক্টোবর রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল।সেই উপলক্ষ্যে ১০০টি পুজো কমিটির উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক পুলিশের।আলিপুর বডিগার্ড লাইনস্-এ পুজো উদ্যোক্তাদের সঙ্গে পুলিশের বৈঠক।এই বৈঠকে ঠিক হয়-

  • প্রত্যেকটি পুজো কমিটিকে তিনটি করে ট্রেলার দেওয়া হবে।ট্রেলারে থাকবে পুজো কমিটির থিম ও মায়ের মূর্তি।৩ মিনিটের একটি থিম সং-র আয়োজন করা যাবে।তবে সেই সময়ে কোনও শব্দবাজি ফাটানো যাবে না এবং আলাদা করে কোনও মাইকিংয়ের ব্যবস্থা থাকবে না।
  • ১৬ ফুটের বেশি উচ্চতাসম্পন্ন প্রতিমার ক্ষেত্রে ঘুরপথে কার্নিভালে যাওয়ার কথা বলা হয়েছে।এরকম ১৭টি পুজো চিহ্নিত করা হয়েছে।
  • সকাল ১১.৩০ থেকে ১২ টার মধ্যে পুজো কমিটিগুলির জমায়েত হেস্টিংসের কাছে।
  • ময়দানে গাড়ি পার্কিং করতে পারবেন পুজো কমিটির উদ্যোক্তারা।বিকেল ৪ টের সময় কার্নিভালের অনুষ্ঠান শুরু।প্রায় ১০০টি কমিটি অংশগ্রহণ করবে।
  • ৫০টি পুজো এদিন তাদের তিন মিনিটের থিম সং জমা দিল পুলিশকে।

২০১৯ সালের পর দুটি বছর এই কার্নিভাল অতিমারীর কারণে বন্ধ ছিল। তার পর এবার ফের এত বড় আকারে কার্নিভালের আয়োজন করা হল। পুজো উদ্যোক্তাদের বড় অংশই পুলিশের এমন উদ্যোগে অত্যন্ত সন্তুষ্ট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × 1 =