অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করার অপরাধে এক বাংলাদেশী ও এক ভারতীয় দালালকে গ্রেফতার করলো নদীয়ার হাঁসখালি থানার পুলিশ।

ফের বেআইনিভাবে বাংলাদেশ থেকে ভারতে আসার অপরাধে এক বাংলাদেশী সহ একজন ভারতীয় দালালকে গ্রেফতার করলো নদীয়ার হাঁসখালি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর গতকাল রাতে বিশেষ অভিযান চালায় নদীয়ার হাঁসখালি থানার পুলিশ সেখান থেকেই একজন বাংলাদেশী ও একজন ভারতীয় দালালকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর ধৃত বাংলাদেশি,সেই বাংলাদেশের ঝিনাইদহের বাসিন্দা। বেশ কিছুদিন আগে সে হাতখালি থানার রামনগর মুসলিমপাড়া এলাকায় বাংলাদেশ থেকে অবৈধভাবে প্রবেশ করে। ঘটনায় নদীয়ার হাসখালি রামনগর মুসলিম পাড়ার বাসিন্দা এক ভারতীয় দালাল এর সঙ্গে যুক্ত ছিল বলে পুলিশ সূত্রে জানা যায় তাকেও গ্রেফতার করা হয়েছে। পুলিশ আরো জানায় বিনা পাসপোর্ট এবং ভিসা সহ ভারতীয় দালাল মারফত ওই বাংলাদেশি ভারতে ঢোকে এরপর নদীয়ার হাঁসখালি থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে নদীয়ার হাঁসখালি থানার রামনগর মুসলিম পাড়া এলাকা থেকে। ধৃত দুজনকে আজ ১৪ দিনের পুলিশ হেপা যাচ্ছে আদালতে পাঠায় হাঁসখালি থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × 4 =