আগামী জানুয়ারি মাসের ২৫ থেকে ৩১ জানুয়ারির মধ্যে রাজ্যের একটা ব্রিগেড-সমাবেশ করব। যে সমাবেশের ডেট আপনারা খুব হার্ডলি ১০ তারিখের আগেই জানিয়ে দেওয়া হবে। কী বলেছিলেন ২০২১-এ, আবকি বার ২০০ পার, এবার ১০০-তে আটকে যাবে। বাংলার উন্নয়নে যারা, আমাদের সঙ্গে, আমাদের যাযা এজেন্ডা, সেই এজেন্ডা যারা, কমপ্লিটলি হেল্প করবে, তাঁদের আমার কাছে অচ্ছুত কেউ নেই। তৃণমূল তিন নাম্বারে নেমে যাবে। ২৯৪ এর মধ্যে ফার্স্ট পার্টি বিজেপি হতে পারে। তা কোনওমতেই ১২০ ক্রস করবে না। সেকেন্ড পার্টি আমরা আসব। থার্ড পার্টিতে নেমে যাবে তৃণমূল কংগ্রেস, দাবি হুমায়ুন কবিরের।
Home রাজনীতি
