কলকাতায় চালু হল অভিনব পরিষেবা, মাত্র ১০ মিনিটেই পৌঁছ যাবে ‘দুয়ারে মদ’

কলকাতায় চালু হল অভিনব পরিষেবা, মাত্র ১০ মিনিটেই পৌঁছ যাবে ‘দুয়ারে মদ’

অনলাইনে মদ ডেলিভারি নতুন কোনও বিষয় নয়। এর আগেও রাজ্য সরকার এই উদ্যোগ নিয়েছিল। এবার হায়দরাবাদের এক স্টার্টআপ সংস্থা এক অভিনব উদ্যোগ নিল। ওই সংস্থার দাবি মাত্র ১০ মিনিটেই ঘরের দুয়ারে পৌছে যাবে অর্ডার করা মদের বোতল। মাত্র ১০ মিনিটের মধ্যে মদের ডেলিভারি এই প্রথম চালু হতে চলেছে বলেই দাবি ওই সংস্থার। ইতিমধ্যেই কলকাতায় তাঁদের পরিষেবা চালু করেছে Booozie নামে হায়দরাবাদের ওই স্টার্ট-আপ সংস্থা। ওই সংস্থার দাবি, পশ্চিমবঙ্গ সরকারের আবগারি দফতরের তরফে অনুমোদন পাওয়ার পর সেই পরিষেবা শুরু করা হয়েছে। ইনোভেন্ট টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড বুজি (Booozie) দাবি করেছে যে এটি ভারতের প্রথম ১০ মিনিটের মধ্যে মদ বিতরণ প্ল্যাটফর্ম। ওই সংস্থার তরফে জানানো হয়েছে, নিকটবর্তী মদের দোকান থেকে Booozie মদ ডেলিভারি দেবে। তবে গ্রাহকদের চাহিদা এবং অর্ডারের ধরণগুলির পূর্বাভাস কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে যাচাই করে মাত্র ১০ মিনিটের মধ্যে ডেলিভারি দেওয়া হবে। সংস্থার তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, গ্রাহকদের চাহিদা এবং বাজারে বর্তমান সরবরাহের ঘাটতি কমাতে পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাচ্ছি। সংস্থার কো-ফাউন্ডার তথা সিইও বেঙ্কানন্দ বালিজেপাল্লি বলেছেন. ভেজাল মদ, কম বয়সীদের মদ্যপান থেকে বিরত রাখা এবং অত্যাধিক মদ্যপান থেকে বিরত রাথতে Booozie প্রতিজ্ঞাবদ্ধ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × 2 =