২০গ্রাম হিরোইন সহ এক যুবকে গ্রেপ্তার করলো রূপনারায়ানপুর ফাঁড়ির পুলিশ

২০গ্রাম হিরোইন সহ একজন যুবকে গ্রেপ্তার করলো সালানপুর থানার রূপনারায়ানপুর ফাঁড়ির পুলিশ।২০গ্রাম হিরোইনের আনুমানিক মূল্য ৭০থেকে ৮০ হাজার টাকা।ঝাড়খণ্ডের সীমান্ত রূপনারায়ানপুর এলাকার হাঁসিপাহাড়ির মাঠ থেকে মারুতি সুইফ্ট গাড়িতে হিরোইন সহ ওই যুবক গ্রেপ্তার করে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায় ধৃত ওই যুবকের নাম অর্জুন ধীবর(২৭)।আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত বরাচকের ইসিএল কলোনীর বাসিন্দা।পুলিশ প্রাথমিক ভাবে জানতে পারে ধৃত অর্জুন ধীবর নিজেও হিরোইন সেবন করেন এবং এলাকায় পাচারেরও কাজ করেন।জানা যায় গতকাল সন্ধ্যায় রূপনারায়ানপুর ফাঁড়ির ইনচার্জ মনজিৎ ধারা ও এ.এস.আই রঞ্জিত সরকার পুলিশের দলবল নিয়ে নাকা তল্লাশি করার সময় ওই যুবক পুলিশের কাছে গাড়ি থামিয় না দ্রুত পালানোর চেষ্টা করে।পুলিশ দ্রুত গতিতে গিয়ে ওই যুবকের গাড়ি দাঁড় করায় ও তল্লাশি করে।সেই তল্লাশিতে উদ্ধার হয় হিরোইন।রবিবার তাকে জেলা আদালতে তোলা হয়।পুলিশের তরফে তদন্ত সাপেক্ষে ৭ দিনের পুলিশী হেফাজতের আর্জি জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × 1 =