নয়া দিল্লি রেলওয়ে স্টেশনে পদপিষ্টের ঘটনায় ১৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে ভারতীয় রেল। এর পাশাপাশি আহতদেরও ক্ষতিপূরণ দেবে রেল। পদপিষ্টের ঘটনায় গুরুতর আহতদের ২.৫ লক্ষ টাকা করে এবং তুলনায় কম আহতদের ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানা যাচ্ছে সূত্র মারফত।
সূত্রের খবর নয়াদিল্লির রেল স্টেশনে মৃতদের মধ্যে ১৪ জন মহিলা এবং অন্তত ২ জন শিশু আছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। এই ঘটনায় ইতিমধ্যেই শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি, উত্তরপ্রদেশের মু্খ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-সহ অনেকে। ভারতীয় রেলও ঘটনা নিয়ে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে। রেলের তরফে জানা হয়েছে, স্টেশনে থাকা সমস্ত সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হবে।