বীরভূমের সিউড়ির তিলপাড়া ব্রিজের নিকট 21টি গরুসহ চার জনকে গ্রেপ্তার করে সিউড়ি থানার পুলিশ। অভিযুক্তদের আজ সিউড়ি জেলা আদালতে তোলা হয়। অভিযুক্তদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশন সিউড়ি জেলা আদালত। পুলিশ সূত্রে জানা যায় গরুগুলি মোহাম্মদ বাজারের দিক থেকে সিউড়ি হয়ে দুবরাজপুরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিলো । গোপন সূত্রে খবর গতকাল বিকেল নাগাদ সিউড়ি তিলপাড়া ব্যারেজের নিকট গাড়িসহ গরু গরু পাচারকারীদের আটক করে সিউড়ি থানার পুলিশ। গরুগুলোকে উদ্ধার করে পাচারকারীদের গ্রেপ্তার করে। এবং আজ দুপুরবেলা তাদের সিউড়ী জেলা আদালতে তোলা হয়।