সদ্য গরম পড়তে শুরু করেছে আর ইতিমধ্যেই তরতর করে বাড়ছে জলীয়বাষ্প।তবে এরই মাঝে জন্ডিসের আক্রান্ত মেদিনীপুর পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের মানুষজন। সংখ্যাটা যদিও ২৪ জন সেই সঙ্গে নতুন করে পেটব্যথা নিয়ে ভর্তি হয়েছে ১০ জন ফলে সংখ্যাটা ৩৪ জন। যা নিয়ে তড়িঘড়ি মেডিকেল বোর্ড সঙ্গে মেডিকেল টিম বসলো ওয়ার্ডে।ঘটনাক্রমে জানা যায়, মেদিনীপুর পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডভুক্ত সুকান্ত পল্লী এলাকা। যেখানে কয়েকশো মানুষের বসবাস। কিন্তু গত সপ্তাহ খানেক ধরেই বাচ্চা থেকে বড়,যুবতী থেকে কিশোর কিশোরী পেটে যন্ত্রণা নিয়ে ভর্তি হচ্ছে হাসপাতাল ও বেসরকারি নার্সিংহোমে।একজন একজন করে প্রায় ২৪ জন ইতিমধ্যে ভর্তি হাসপাতাল ও নার্সিংহোমে।তাদের পরীক্ষা করতে গিয়ে দেখা যায় তারা প্রত্যেকে জন্ডিসে আক্রান্ত।এরই পাশাপাশি নতুন করে পেটব্যথা বমি নিয়ে ভর্তি হয়েছে আরও দশজন।ফলে এলাকায় একটা আতঙ্ক ছড়িয়েছে।এই ঘটনায় সবাই অভিযোগ করছে, নতুন করে বসানো সাবমারসিবলের জলের দিকে।কারণ এই সাবমারসিবলের জল থেকে আক্রান্তর সংখ্যা বাড়ছে বলে অভিযোগ।এরই পাশাপাশি এলাকায় অপরিচ্ছন্ন পরিবেশ,নোংরা নালা,মশা মাছি উপদ্রব রয়েছে। এই ঘটনায় চিন্তায় স্বাস্থ্য দপ্তর।