বদ্রীনাথের তুষারধস থেকে উদ্ধার ৩২, এখনও আটকে ২৫ শ্রমিক,ওই ৫৭ জন শ্রমিক একটি বেসরকারি সংস্থার হয়ে কাজ করেন। প্রবল তুষারধসে আটকে পড়েছিলেন তাঁরা। অবশেষে উত্তরাখণ্ডের চামোলি জেলায় বদ্রীনাথ এলাকায় আটকে পড়া ৩২ জন শ্রমিককে উদ্ধার করল জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী।প্রবল তুষারধসে আটকে পড়েছিলেন ৫৭ জন শ্রমিক। অবশেষে উত্তরাখণ্ডের চামোলি জেলায় বদ্রীনাথ এলাকায় ‘তুষারবন্দি’ ৩২ জন শ্রমিককে উদ্ধার করল জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। এখনও আটকে রয়েছেন ২৫ জন।
জানা গিয়েছে, ওই ৫৭ জন শ্রমিক একটি বেসরকারি সংস্থার হয়ে কাজ করেন। বর্ডার রোড অর্গানাইজেশনের একটি সাইটের কাছে বরফ সরানোর কাজ করছিলেন তাঁরা। উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল থেকে লাগাতার তুষারপাত হচ্ছে উত্তরাখণ্ডে। তার জেরে সেনার এগনোর রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। সেই রাস্তার বরফ সরানোর কাজে ব্যস্ত ছিলেন ৫৭ জন শ্রমিক। মানা গ্রাম এবং মানা পাসের মাঝামাঝি এলাকায় আচমকাই ধস নামে। তাতেই আটকে পড়েন ওই শ্রমিকরা।প্রাথমিক ভাবে অবশ্য বরফের ‘বন্দিদশা’ থেকে বেরিয়ে আসেন ১০ জন শ্রমিক। কিন্তু বাকিদের উদ্ধার করা যাচ্ছিল না। বাড়ছিল উৎকণ্ঠা। একযোগে উদ্ধারকাজ চালিয়ে যায় জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। উদ্ধারকাজে শামিল হয় ITBP এবংIRO।