৩৪ ঘণ্টা অবরোধ থাকার পর চালু হলো ট্রেন।
অবশেষে অপরোধ উঠল জালালখালি স্টেশনে। গতকাল সকাল থেকে৩৩ ঘণ্টা ধরে অবরোধ করে রাখে জালালখালি স্টেশনে।এলাকার গ্রামবাসীদের দাবি ছিল সমস্ত ট্রেন সেখানে দাঁড় করাতে হবে। অবশেষে আজ জেলা আধিকারিকরা ঘটনাস্থলে আসে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসে দীর্ঘ আলোচনার পর তাদের কাছ থেকে কোন সময় কোন ট্রেন গুলি করার সুবিধা হবে তার লিখিত করে নিয়ে যায়। শেষে ১১ টি আপে ও ১১টি ডাউন ট্রেন দাঁড়াবে বলে লিখিত দেয় পরবর্তীতে ধীরে ধীরে সংখ্যাটা বাড়ানো হবে বলে প্রতিশ্রুতি দেয় রেলের আধিকারিক শেষমেশ অবরোধ উঠে যায় স্বস্তি রেলযাত্রীদের মধ্যে।