২১-র সভামঞ্চে অসুস্থ শতাব্দী, মদন, শত্রুঘ্ন সহ ৪, কী এমন হল ?

ধর্মতলায় তৃণমূলের মেগা ইভেন্টে বিপত্তি। তীব্র রোদ আর গরমের জেরে সভার মাঝে আচমকা অসুস্থ হয়ে পড়লেন দলের চার জনপ্রতিনিধি। অসুস্থ হয়ে পড়েন সেলেব সাংসদ শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ, শতাব্দী রায় এবং বিধায়ক মদন মিত্র। অ্যাম্বুল্যান্স ডেকে তাঁদের তড়িঘড়ি সভামঞ্চ থেকে বের করে নিয়ে যাওয়া হল। প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে নিকটবর্তী এসএসকেএম হাসপাতালে। আপাতত তাঁরা স্থিতিশীল বলে খবর। অসুস্থ দলের সদস্যদের খোঁজখবর নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

২১ জুলাই তৃণমূলের শহিদ দিবস দলের কাছে সবচেয়ে গুরুত্বের। আর তাকে গুরুত্ব দিয়ে যে যেখানে থাকেন, সকলেই ধর্মতলার এই মঞ্চে যোগদান করতে চলে আসেন। এ তো স্রেফ দলের মেগা কর্মসূচিই নয়, তৃণমূলের কাছে এটা আবেগের বিষয়। তাছাড়া এই মঞ্চ থেকে আগামী দিনে লড়াইয়ের দিকনির্দেশ করে থাকেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাই একুশের সমাবেশ নানাদিক থেকে গুরুত্বপূর্ণ দলের প্রত্যেক নেতা, কর্মী, সমর্থকের কাছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × four =