ফের নানুরে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস! বিরল প্রতিভার খোঁজ মিললো নানুরের বেরুগ্রামে। নানুরের দিশারী মডেল স্কুলের সাঁড়ে 5 বছরের কে.জি-১ এর ছাত্র ৪৫ টি দেশের মুদ্রা, রাজধানীর নাম ও ৭৮ টি ইংরেজি শব্দ ২০ টি শাকসব্জি, ৩০টি প্রানী ২৫টি পাখি, ২৩টি ফল এবং ৮টি ফুলের নাম ৯ মিনিটের মধ্যে বলে নাম তুলে নিল ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে। শনিবার মার্চের প্রথম দিনেই মেডেল, শংসাপত্র সহ অন্যান্য সামগ্রী এসে পৌঁছেছে বাড়িতে আজ দুপুর ১টা নাগাদ এমনটাই জানিয়েছেন ওই পরিবারের সদস্যরা।

আর এতেই আপ্লুত এই শিশুর বাবা মা থেকে স্কুলের শিক্ষক শিক্ষিকারাও।

উল্লেখ্য, সম্প্রতি দিশারী মডেল স্কুলে ‘এক্সেলেন্ট স্টুডেন্ট এ্যাওয়ার্ড’ এর অনুষ্ঠানে নজর কাড়ে, আর তার পরেই স্কুলটির কর্ণধার -এর প্রচেষ্টায় আবেদন করা হয় ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে,আর তাতেই মেলে সাফল্য।এই সাফল্যে খুশি বিষ্ণু বাবু তিনি জানান,ওই শিশুর জয় আমাদের উৎসাহিত করেছে ,এলাকার কচিকাঁচাদের বিভিন্ন ক্ষেত্রের প্রতিভা অন্বেষণের চেষ্টা করবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen − 13 =