টাকিরোডে বাইক আরোহী কে লরি ধাক্কা মৃত ১, আহত১,।

টাকিরোডে বাইক আরোহী কে লরি ধাক্কা মৃত ১, আহত১,।

বসিরহাট মহাকুমার বসিহাট মৈত্র বাগান টাকি রোডের ঘটনা ।বছর পঞ্চাশের বাবু মণ্ডল বছর চল্লিশের শেফালী মন্ডল সম্পর্কে স্বামী স্ত্রী। মৈত্র বাগান এলাকায় নতুন বাড়ি করছিল সেখান থেকে তারা আদি বাড়ি স্বরূপনগর থানার বিথারী গ্রামের বাড়ি ফিরছিল । দুপুর দেড়টা নাগাদ সেই সময় টাকি রোডের মৈত্র বাগান এলাকায় পিছন দিয়ে লরি সজোরে ধাক্কা মারে, মাথার উপর দিয়ে শেফালী দেবীর গাড়ি পিষে দেয়। ঘটনাস্থলে ওই গৃহবধূর মৃত্যু হয়।স্বামী আহত অবস্থায় পড়েছিল , ঘটনাস্থলে পুলিশ গিয়ে জখম ব্যক্তিকে উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো চিকিৎসার জন্য পাঠান। প্রত্যক্ষদর্শীরা জানায় বেহাল টাকি রোডের অবস্থা খুবই খারাপ। যার কারণে খানাখন্দে ভরা বাইক আরোহী মোটর বাইক নিয়ন্ত্রণ করতে পিছন দিকে লরি এসে ধাক্কা মারে।ঘটনাস্থলে মহিলার মৃত্যু হয়। গুরুতর জখম অবস্থায় হয় স্বামী। পুলিশ তাকে উদ্ধার করে। মহিলার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। কি কারনে মৃত্যু মাথায় কোন হেলমেট ছিল কিনা সেটা তদন্ত করে দেখছে পুলিস মৃত পরিবারের লোকজনকে খবর দেয়া হয়েছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen − fourteen =