১০২ বছরের গান্ধারী জানার হাতে বিএলও ধরিয়ে দিয়েছেন এসআইআর-এর শুনানির নোটিস। হাতে নোটিস পেয়ে দুশ্চিন্তায় বৃদ্ধা।গান্ধারী জানার দাবি, প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকেই ভোট দিচ্ছেন। অর্থাৎ ১৯৫২ সালে দেশের প্রথম সাধারণ নির্বাচনে স্বামীর সঙ্গে প্রথম ভোট দিয়েছেন। তখন কাগজে ভোট ছিল। বার্ধক্যের কারণে পায়ে আর জোর নেই, তাই শুনানিতে যেতে পারবেন না ঘাটাল ব্লকের ইড়পালা গ্রাম পঞ্চায়েতের খাসবার গ্রামের বাসিন্দা গান্ধারী জানা।
পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের খাসবার গ্রামের ওই এলাকার সব থেকে প্রবীন বৃদ্ধা বয়স আনুমানিক ১০২ বছর। এত বছর ধরে তিনি ভোট দিয়ে আসছে ২০০২ সালের ভোটার তালিকাতেও রয়েছে নাম। বর্তমানে এসআইআর তালিকায় নেই নাম, তাই শুনানিতে ডাকা হয়েছে। বাড়িতে দেওয়া হয়েছে নোটিস। তবে তিনি স্পষ্ট জানিয়েছেন, তিনি বাড়ি থেকে কোথাও যাবেন না। তিনি বলেন, ” এতদিন ভোট দিয়েছি কোনও সমস্যা হয়নি। ভোটের সময় রাজনৈতিক দলের তরফে বাড়ি থেকে নিয়ে গিয়ে ভোট দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে এবং তিনি ভোটও দিয়েছেন।আজ হঠাৎ নাম নেই শুনে তিনিও অবাক হয়েছেন।
