পুজোর আগেই বিরাট স্বস্তি, এক ধাক্কায় কমল গ্যাসের দাম ?

পুজোর আগেই বড় স্বস্তি রান্নার গ্যাসের দামে। মাসের শুরুতে আবারও অনেকটা কমল এলপিজি-র দাম। আজ থেকে কমার্শিয়াল সিলিন্ডারের দাম কমায় কিছুটা স্বস্তিতে তারা। উৎসবের মরসুমে আগাম উপহার পেলেন খাবার-দাবারের দোকান, কলকাতার রেস্তোরাঁ এবং কেটারিং ব্যবসায়ীরা। দেশের বিভিন্ন শহরে সিলিন্ডারের দাম ৫১.৫০ টাকা পর্যন্ত কমেছে। তবে এবারও ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছে।

কলকাতায় বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ১ সেপ্টেম্বর থেকে কমে ১,৬৮৪ টাকা হল। যা নিঃসন্দেহে ব্যবসায়ীদের দৈনিক খরচ কমাবে। তবে পুজোর আগে গেরস্থদের জন্য গ্যাসের দামে কোনও সুখবর নেই। ১৪.২ কেজির গৃহস্থালী এলপিজি সিলিন্ডারগুলির দাম ৮৭৯ টাকাই থাকছে। ৮ এপ্রিল থেকেই এই দাম একই জায়গা দাঁড়িয়ে আছে, যদিও একাধিক বার বদলেছে কমার্শিয়াল গ্যাসের দাম।

দাম কমার পর,এখন দিল্লিতে একটি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৫৮০ টাকায় নেমে এসেছে। এর আগে অগাস্ট মাসেও এর দাম কমেছিল। তবে, ১৪ কেজি ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nine − 6 =