হুইলচেয়ারে চলাফেরা করেন বিশেষ বিক্রম। কিশোর সেই মেসিভক্ত সব বাধা কাটিয়ে আজ হাজির যুবভারতীতে। টিভির পর্দায় দেখা নায়ক, আজ চোখের সামনে। তার উত্তেজনা আজ বাঁধ মানছে না। আর্জেন্তিনার জার্সির দাপট যুবভারতী ক্রীড়াঙ্গন জুড়ে।
আজ পায়ে হেঁটে গোটা মাঠ পরিক্রমা করবেন মেসি। সঙ্গে থাকবেন দুই তারকা ফুটবলার লুই সুয়ারেজ ও রড্রিগো ডি’পল। আজ সল্টলেক যুবভারতী স্টেডিয়ামে ‘মোহনবাগান অল স্টার’ বনাম ‘ডায়মন্ড হারবার অল স্টার’ প্রীতি ম্যাচ। ম্যাচের দ্বিতীয় ভাগ দেখতে পারেন মেসি। দু’দলের সঙ্গে হাত মিলিয়ে, ফটোসেশনও করতে পারেন তিনি।
