শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ চাকরিহারাদের। রাজ্যের বিরোধী দলনেতার কাছে আইনি সাহায্যের আর্জি জানান তাঁরা। পাশে থাকার আশ্বাস দেন শুভেন্দু। অবশ্য সোমবার নেতাজি ইন্ডোরের সভায় চাকরিহারাদের পাশে থাকার কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাণ থাকতে কারও চাকরি যাবে না বলেই আশ্বাস দিয়েছেন তিনি। চাকরিহারাদের উদ্দেশে শুভেন্দু বলেন, স্বেচ্ছাশ্রম দেবেন না। এরা সিভিক টিচার হবেন না। আপনারা আইনজীবী ঠিক করুন। টাকা লাগবে না। আমরা বিজেপি এমএলএরা টাকা দেব। একমাসের বেতন দিয়ে দেব। ১৬ বার শুনানি হয়েছে। যোগ্যদের তালিকা দিলে, এই দৃশ্য দেখতে হত না। শুভেন্দুর হুঁশিয়ারি, “আগামী ১৫ এপ্রিলের মধ্যে যোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে পেশ করতে হবে। না করলে আগামী ২১ এপ্রিল পতাকা ছাড়া লক্ষ মানুষ নবান্নের দিকে যাবে। আমাদের ডাকলে পতাকা ছাড়া নবান্নের সামনে যাব। বিক্ষোভ সমাবেশ করব। জেলে যেতে হলে যাব।