কলকাতার আকাশে একঝাঁক রহস্যময় ড্রোন! রাতের অন্ধকারে সেই সব ড্রোন ওড়ার খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়েছে। কোথা থেকে এল এই ড্রোন, কারা ওড়াল— তা নিয়ে নানা প্রশ্ন দানা বাঁধছে। সেই সব প্রশ্নেরই উত্তর খুঁজছে কলকাতা পুলিশ।
কলকাতা পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে কলকাতার বেশ কয়েকটি জায়গায় চক্কর কাটতে দেখা যায় ড্রোনগুলিতে। ভিক্টোরিয়া থেকে ব্রিগেডের উপর দিয়ে এই সব ড্রোন উড়তে দেখা যায়। বিষয়টি জানাজানি হতেই নড়েচড়ে বসে খবর কলকাতা পুলিশ। ওই ড্রোনগুলি সম্পর্কে খোঁজখবর নেওয়া শুরু হয়েছে। জানা গিয়েছে, ড্রোনগুলির বেশির ভাগই বিজয় দুর্গের (সাবেক ফোর্ট উইলিয়াম) আশপাশে উড়েছে। ফোর্ট উইলিয়াম যেহেতু সেনাদুর্গ, তাই ওই এলাকা ‘রেড জ়োন’ বলেই চিহ্নিত। সেখানে ড্রোন জাতীয় কিছু ওড়ানোর ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। তাই সোমবার রাতের ড্রোনগুলি নিয়ে রহস্য দানা বাঁধছে।