দলীয় পদাধিকারীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বুথ লেভেল অফিসার বা BLO-দের ওপর কার্যত নজরদারির নির্দেশ দিলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। সূত্রের খবর, তিনি বলেন, যদি মনে হয়, কোনও বুথ লেভেল অফিসার নিয়মের বাইরে যাচ্ছেন, সঙ্গে সঙ্গে সেটা দলের রাজ্য় দফতরে রিপোর্ট করুন। তাৎপর্যপূর্ণভাবে এদিনের বৈঠকে হাজির ছিলেন না কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়।
সূত্রের খবর অভিষেক ব্যানার্জী নির্দেশ দেন, যে সমস্ত বুথে ২০২১ এবং ২০২৪ সালে ভোটে তৃণমূল ১০০-এর বেশি ভোটে হেরেছিল, সেখানে বৈঠক ডেকে বুথ সভাপতি এবং বুথ লেভেল এজেন্ট বা BLA, দুজনকেই বদলাতে হবে। সূত্রের খবর, এদিন দলীয় বৈঠকে নির্বাচন কমিশনকেও কড়া ভাষায় আক্রমণ করেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। বলেন, নির্বাচন কমিশন নির্লজ্জতার মাপকাঠি ছাড়িয়ে গেছে। বিহারে ৬৫ লক্ষ ভোটার বাতিল হয়েছে। কুকুর, ডাক্তারের নাম রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হয়েছে। এ রাজ্য়ে ক্ষমতায় না এসেই নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে NRC প্রয়োগের চেষ্টা করছে বিজেপি। নেতাদের উদ্দেশ্য়ে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বার্তা, প্রতিটি বুথে চৌকি বেঁধে মিটিং করুন। ছোট ছোট বৈঠক করে মানুষকে বোঝান। বিধায়করা ক্য়াম্প করুন। পুজোর আগে ৮০ হাজার বুথে ৩-৪ দিনের মধ্যে পথসভা করে মানুষকে বলুন, আপনাদের বাংলাদেশি বানিয়ে ভারত ছাড়া করার পরিকল্পনা করছে বিজেপি।