রাজ্যে একাধিক জায়গায় অশান্তি। সেই সময়েই শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য দারুণ কাজ করছে ডায়মন্ড হারবার জেলা পুলিশ। এই কারণেই সেই এলাকার পুলিশের কাজের প্রশংসা করলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার, সোশ্যাল মিডিয়া এক্স-এ ডায়মন্ড হারবার জেলা পুলিশের কাজের প্রশংসা করেন তিনি।
তবে, এই ক্ষেত্রে ব্যতিক্রম ডায়মন্ড হারবার। সেখানকার পুলিশ এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখার দৃষ্টান্ত তৈরি করেছে। এই কথা জানিয়ে ডায়মন্ড হারবার জেলা পুলিশের প্রশংসা করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অভিষেক। সোশ্যাল মিডিয়া এক্স-এ তিনি লেখেন, এলাকাজুড়ে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার দৃষ্টান্ত তৈরি করেছে ডায়মন্ড হারবার জেলা পুলিশ। আপনাদের এই অক্লান্ত পরিশ্রমকে আমি শ্রদ্ধা জানাই। সেখানকার বাসিন্দাদের মধ্যে শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রেও পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে জানান অভিষেক। এই সঙ্গে, এলাকাজুড়ে শান্তি ও জেলা প্রশাসনের প্রতি আস্থা রাখার জন্য ডায়মন্ড হারবারের সব সম্প্রদায়ের মানুষকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি।